Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ভাড়ায় অফিস-স্পেস আবশ্যক
Details

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

জেলা কার্যালয়, নরসিংদী

www.doict.narsingdi.gov.bd


ভাড়ায় অফিস-স্পেস আবশ্যক


সকল সুবিধাসহ নরসিংদী জেলা শহরে অবস্থিত ১৩৯৮.৭৫ (এক হাজার তিনশত আটানব্বই দশমিক পচাত্তর) বর্গফুট আয়তনের (প্রধান সড়ক সংলগ্ন ও সম্মুখের ইউনিট) প্রাইম লোকেশনে  ২য় অথবা (৩য় তলা) ভাড়ার জন্য স্পেস আবশ্যকঃ


ভবনে প্রশস্থ সিড়ি, টাইলস/মোজাইক মেঝে বিশিষ্ট ব্যবহারযোগ্য অফিস স্পেস, পুরুষ/মহিলা আলাদা টয়লেট সুবিধা, গাড়ি পার্কিং সুবিধাসহ অফিস স্পেস ভাড়া প্রদানে আগ্রহী প্রকৃত বাড়ির মালিকগণকে আগামী ১৫.১০.২০২২ তারিখ দুপর ০২.০০ ঘটিকার মধ্যে স্পেস ভাড়ার দর প্রস্তাব ও প্রয়োজনীয় কাগজপত্রাদি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।


বিঃদ্রঃ এতদবিষয়ে বিস্তারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়ের ওয়েবসাইটে (www.doict.narsingdi.gov.bd) এবং নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে পাওয়া যাবে।



(মোহাম্মদ মোখলেছুর রহমান)

প্রোগ্রামার (অ:দা)







                                         



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

জেলা কার্যালয়, নরসিংদী

www.doict.narsingdi.gov.bd


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদী এর অফিসের জন্য অফিস স্পেস ভাড়ার সিডিউল


ক্রম

বিবরণ

দরদাতা বাড়ির মালিকের প্রস্তাব

০১

বাড়ির মালিকের তথ্যাদি

(ক) নামঃ

(খ) ঠিকানাঃ

(গ) মোবাইল নম্বরঃ

(ঘ) জাতীয় পরিচয় পত্র নম্বরঃ

০২

ভাড়ার জন্য প্রস্তাবিত অফিস স্পেসের ঠিকানা


০৩

ভাড়ার জন্য প্রস্তাবিত অফিস ভবনটি কত তলা


০৪

অফিস স্পেস ২য় তলায় হতে হবে (হ্যাঁ/না) লিখুন


০৫

ভাড়ার জন্য প্রস্তাবিত অফিস স্পেসের পরিমাণ ১৩৯৮.৭৫ বর্গফুট হতে হবে

প্রকৃত আয়তন......................বর্গফুট

০৬

প্রতি বর্গফুটের প্রস্তাবিত ভাড়ার পরিমাণ ও মাসিক সর্বমোট ভাড়ার পরিমাণ


০৭

ভাড়ার জন্য প্রস্তাবিত অফিস স্পেস বাণিজ্যিক কেন্দ্রে হতে হবে এবং রাস্তার প্রশস্থতা কত ফুট

         (ক) সংযোগ সড়কের নামঃ

(খ) সংযোগ সড়কের প্রসস্থতাঃ........ফুট

০৮

প্রস্তাবিত অফিস স্পেস সার্ভিস চার্জ (যদি থাকে)


০৯

ভাড়ার জন্য প্রস্তাবিত অফিস ভবনের আশে পাশের গুরুত্বপূর্ণ অফিস/স্থাপনার বিস্তারিত বিবরণ


১০

ভাড়ার জন্য প্রস্তাবিত অফিস স্পেসে পর্যাপ্ত আলো-বাতাসের সুবিধা আছে কিনা


১১

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য


১২

ভবনের নিচে গাড়ি পার্কিং সুবিধা আছে কিনা?


১৩

সিড়ির প্রশস্থতা


১৪

অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি-না


১৫

সিসি টিভি আছে কি-না?


১৬

অন্যান্য




দরদাতার স্বাক্ষর   :

নাম  :

Publish Date
30/09/2022
Archieve Date
31/10/2022