সরকার ঘোষিত রূপকল্প -২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নিত করার লক্ষ্যে সরকারের সকল পর্যায়ে আইসিটি-র ব্যবহার ও প্রয়োগ নিশ্চিতকরণ ও সমন্বয় সাধন জেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি অধিদপ্তরের প্রধান কাজ। “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৫-২০২০ সাল পর্যন্ত চারটি ধাপে মোট ৫৮ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ০৫ টি ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে । তাছাড়া জনগণের দোড়গোড়ায় আইসিটি সেবা পৌছে দিতে এই জেলায় স্থাপন করা হয়েছে মোট ৭১ টি ডিজিটাল সেন্টার। বর্তমানে জেলার প্রায় প্রতিটি দপ্তরকে ই-নথি সিস্টেমে আনা হয়েছে এবং এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। জাতীয় তথ্য বাতায়নের জাবতীয় তথ্য হালনাগাদের প্রক্রিয়া চলমান রয়েছে। ই-মেইল, মোবাইল বা সরাসরি যোগাযোগের মাধ্যমে আইসিটি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস